Recent Posts

Breaking

Saturday, November 23, 2019

ইউটিউব নির্মাতারা নতুন কিড-ভিডিও COPPA বিধি, সম্ভাব্য জরিমানা নিয়ে চিন্তিত এবং বিভ্রান্ত

ইউটিউবে ভুলভাল কিছু করলে হতে পারে আপনার জড়িমানা

এতদিনে হয়ত আপনারা সবাই জেনে গেছেন যে, FTC (American Federal Trade Commission) কির্তৃক প্রদত্ত আইনে জাড়িকৃত  শিশুদের গোপনীয়তা সুরক্ষা করার একটি আইন লঙ্ঘন করার জন্য উক্ত প্রতিষ্ঠান ইউটিউবকে $170 জড়িমানা করা হয়েছে। যা বাংলাদেশী টাকা কনভার্ট দাড়ায় ১,৪৪,২২ প্রায়।

আর এরই প্রেক্ষাপটে ইউটিউব COPPA মেনে চলার জন্য নির্মাতাদের উপর চাপ দিচ্ছে: "আপনি যদি আপনার শ্রোতাদের সঠিকভাবে সেট করতে ব্যর্থ হন তবে আপনি এফটিসি বা অন্যান্য কর্তৃপক্ষের জাড়িকৃত শাস্তির মুখোমুখি হতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি ইউটিউবার হউন তাহলে আপনাকে তাদের আইন মেনে চলতে হবে। তা না হলে জড়িমানা লাগতে পারে। ইউটিউবের উপর FTC যে আইনে জড়িমানা ধরা হয়েছে ইউটিউব এইবার সেটা তার শ্রোতাদের উপর বর্তাবে। আর তাই আপনি যদি ইউটিউবার হয়ে থাকেন, তাহলে এখন থেকেই সাবধান হয়ে যান।
আর ইদানিং ইউটিউব প্রত্যেক ইউটিবারকে একটি নোটিশ পাঠিয়েছে, সেখানে স্পষ্টভাবে ইউটিউবের নতুন আইনি নথিটি লিখা রয়েছে। এটি ইউটিউব সম্প্রদায়ের মাধ্যমে শক ওয়েভ প্রেরণ করেছে এবং এমনকি কিছু স্রষ্টাকে ভিডিও মুছতে বা ইউটিউবকে পুরোপুরি ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছে।

ইউটিউবের আরও একটি অংশ রয়েছে কোপা-সম্মতি বিধিমালা যা বড় উদ্বেগের কারণ করছে: ২০২০ সালের জানুয়ারিতে, ইউটিউব সরকারী বন্দোবস্তের অধীনে "বাচ্চাদের জন্য তৈরি" হিসাবে চিহ্নিত ভিডিওগুলির জন্য সংগ্রহ করা ডেটা সীমাবদ্ধ করবে।

প্রারম্ভিকদের জন্য, তার অর্থ বাচ্চাদের জন্য মনোনীত ইউটিউব ভিডিওগুলি লক্ষ্যযুক্ত বিজ্ঞাপন অন্তর্ভুক্ত করতে সক্ষম হবে না। এছাড়াও, ব্যবহারকারীর ডেটা নির্ভর করে এমন অন্যান্য বৈশিষ্ট্যগুলি সম্পূর্ণ নিষ্ক্রিয় করা হবে, যার মধ্যে রয়েছে: মন্তব্যসমূহ, চ্যানেল ব্র্যান্ডিং ওয়াটারমার্ক; দান বোতাম; কার্ড এবং শেষ পর্দা; লাইভ চ্যাট এবং লাইভ চ্যাট দান; বিজ্ঞপ্তিগুলি; এবং "প্লেলিস্টে সংরক্ষণ করুন" বা "পরে দেখুন" বৈশিষ্ট্যগুলি।

ইউটিউবে চ্যানেল স্টুডিওতে গেলে এদানিং সবার পিসিতেই একটা মেসেজ আসছে যে, 

  • Yes, set this channel as made for kids. I always upload content that's made for kids.Features like personalized ads, notifications and channel memberships won't be available on channels made for kids. Videos that are set as made for kids are more likely to be recommended alongside other kids' videos. Learn more.....
  • No, set this channel as not made for kids. I never upload content that's made for kids.
  • I want to review this setting for every video.
এখান থেকে যেকোনো একটা আপনাকে সিলেক্ট করতেই হবে। তা না হলে হয়ত আপনার চ্যানেল আ’জীবনের জন্য গায়েব হয়ে যেতে পারে অথবা আপনাকে জড়িমানা ধরতে পারে অথবা আপনার জেল পর্যন্ত হতে পারে।

এখন প্রশ্ন হলো আপনি কোনটা সিলেক্ট করবেন?

এই কাজটা আপনাকে খুবই সতর্কতার সাথে করতে হবে। একটা তো আপনাকে সিলেক্ট করতেই হবে। আপনার চ্যানেলটি যদি কার্টুন বা গেইমিং বিষয়ক হয় তবে আপনাকে এক নাম্বার অবশনটা বেচে নিতে হবে। গেইমের ক্ষেত্রে কিছু কিছু গেইম আছে যেগুলা শিশুদের ক্ষতির কারণ, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দুই নাম্বার অবশনটি বেচে নিতে হবে। আর যদি আপনি মনে করেন যে আপনি প্রতিবার ভিডিও আপলোড করার সময় এই সেটিংসটা রিভিউ করবেন, তাহলে ভাল। তবে সবচেয়ে ভাল হবে ১ অথবা ২ নাম্বারটা। 
আর আপনি যদি সিলেক্ট না করেন তাহলে ইউটিউব আর্টিফিশিয়াল মেশিন অটোমেটিক ষিলেক্ট করে ফেলবে। আর এরা যেহেতু রোবট সেহেতু ওদের মন বলতে কিছু নাই। তাই আমি সাজেস্ট করব আপনার চ্যানেল কোন ক্যাটাগরির সেটা অবশ্যই আপনার জানা থাকবে। সেহেতু অবশ্যই আপনি আগে থেকেই যেকোনো একটাতে ঠিক চিন্হ দিয়ে রাখবেন।
আর পুরাতন ইউটিউবাররা, আপনারা আপনাদের ইউটিউব স্টুডিওতে গিয়ে সেটিংস -এ যাবেন এবং ওখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে রাখবেন। আর আগের ভিডিওর ক্যাটাগরি ভিডিওতে গিয়ে অল সিলেক্ট করে অডিয়েন্স থেকে ক্যাটাগরি সিলেক্ট করে নিবেন।
তবে এখন সবার মনে একটাই প্রশ্ন যে, “এইখানে কিডস বলতে কাদের বোঝানো হয়েছে?” FTC এর নজরে ১৩ বছরের কম বয়সী শিশুদের কিডস ধরা হয়। তবে এইক্ষেত্রে কোনো সঠিক তথ্য এখনও পাওয়া যায় নি। তবে আমেরিকায় যেহেতু ১৩ বছরের কম বয়সী শিশুদের কিডস ধরা হয়। তাহলে হয়ত এটিই সঠিক।

আরো জানতে .................

1 comment: