যেসব কারণে ইউটিউব চ্যানেল সাসপেনডেনডেন্ট এবং স্ট্রাইক হয়? Youtube COPYRIGHT এবং কমিউনিটি গাইডলাইন-
Youtube Channel create এবং ব্যবহারের ক্ষেত্রে ‘Youtube COPYRIGHT এবং কমিউনিটি গাইডলাইনস’ খুবই সেনসেটিভ একটা ব্যাপার।অনেকেই ভেবে থাকে যে, আমার চ্যানেল কোনো Copyrignt Video ছিল না। তবুও কেন আমার চ্যানেলটি স্ট্রাইক খাইসে। এই প্রশ্নগুলা আমার না। আসলে আমরা সবাই রাজা হতে চাই। এই ব্যাপারটাও ঠিক একই রকম। তো চলুন বন্ধুরা আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি:
What is a Community Guide?
On Facebook we have a group whose membership number is 1K. We have a community of 1k members. In this group we have some rules. We often warn people who do not follow these rules with messages, and many times we remove some members without notice.
So far I have not talked about YouTube. This example is for example. Because YouTube and a community. There are numerous YouTube. There are some people who upload and monetize videos on YouTube, and there are some people who promote companies through their companies on YouTube, and there are viewers who watch educational videos on YouTube for entertainment or knowledge.
YouTube is a community with members of this category. And there are rules in the community's speech that they disobey, and they strike out anytime the channel is suspended without notice. YouTube does nothing for free. Many of us thought I had no copyright strike on my channel, but that channel was suspended. There is a reason.
This time we'll see if the YouTube Community Guidelines strike or suspend channel rules.
ইউটিউবে যেসব অপরাধের কারণে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা চ্যানেল সাসপেন্ড করে থাকে, তা:
- নগ্নতা বা যৌন সামগ্রী
- ক্ষতিকারক বা বিপজ্জনক সামগ্রী
- হিংস্র বা গ্রাফিক সামগ্রী
- কপিরাইট
- ঘৃণ্য সামগ্রী
- হুমকি
- স্প্যাম, বিভ্রান্তকারী মেটাডেটা এবং স্ক্যাম
এই কথাগুলা আমার মুখের না। এই অপরাধগুলা করলে আপনি ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের অওতায় পড়বেন এবং আপনার চ্যানেল আলিমুল গায়েব হয়ে যাবে।
- নগ্নতা বা যৌন সামগ্রী: ইউটিউব কখনো পর্ণগ্রাফি অথবা যৌন সম্পর্কিত ভিডিও আপলোড করার অনুমতি দেয় নি। যদি আপনি আপলোড করেন তাহলে ইউটিউব এই ভিডিও সরিয়ে ফেলবে এবং আপনার চ্যানেল সাসপেন করে দিবে। ‘প্রশ্ন উটতে পারে ইউটিউবে তো অনেক পর্ণগ্রাফি ভিডিও আছে।’ হুম আছে, বাট আপনি যদি পর্ণগ্রাফি ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই তাতে এইজ রেস্ট্রিকটেড দিয়ে রাখতে হবে। যাতে বাচ্চাদের নজরে না পরে।
- ক্ষতিকারক বা বিপজ্জনক সামগ্রী: ইউটিউব কখনো ক্ষতিকারক বা বিপজ্জনক সামগ্রী ভিডিও সাপোর্ট করে না। বিষয়টা একটু বুঝিয়ে বলি, এমন কিছু ভিডিও আছে, যা দেখে দেশে সন্ত্রাসী কর্মকান্ড বেড়ে যায়। এতে দেশের বিরাট বড় ক্ষতি হয়। ইউটিউব এ ধরণের ভিডিও সাপোর্ট করে না। যদি আপনি এ ধরণের ভিডিও অর্থাৎ যেসব দেখলে, শিশু, বৃদ্ধ তথা সমাজের ক্ষতি হবে তৈরি করেন। তাহলে আপনার চ্যানেল কোনো নোটিস ব্যতিরেকেই সাসপেন হয়ে যাবে।
- হিংস্র বা গ্রাফিক সামগ্রী: হিঃস্র অর্থাৎ মারামারি, কাটাকাটি ইত্যাদি ভিডিও ইউটিউব সাপোর্ট করে না। আরেকটু বুঝিয়ে বলি, যেমন , মানুষ জবাই করে তা ইউটিউবে ভাইরাল করা যাবে না। যদি এ ধরণের কোনো ভিডিও আপলোড করেন যাতে শিশু এবং বৃদ্ধরা আতঙ্কিত হয়ে পড়ে তাহলে আপনার চ্যানেল সাসপেন হয়ে যাবে।
- কপিরাইট: অন্যের কন্টেন্ট কপি করে আপনার চ্যানেলে আপলোড করা যাবে না।যেমন বাংলাদেশের বিখ্যাত একজন শিল্পির গানের অনুষ্ঠানে আপনি অংশগ্রহন করতে গিয়েছেন এবং সেই অনুষ্ঠানের দৃশ্য আপনি ক্যামেরা বা মোবাইলে ধারন করেছেন তা আপলোড করে দিলেন আপনার চ্যানেলে। অনেকেই এইটাকে কপি-রাইট মনে করেন না। কিন্তু ইউটিউবের কাছে এইটাও কপিরাইট। সো এই সমস্ত না না করে আপনি টেষ্টা করবেন সবসময় আপনার নিজের তৈরি করা ভিডিও আপলো করতে। আপনার ভিডিও যত বেশি ক্রিয়েটিব হবে তত তাড়াতাড়ি ভাইরাল হবে।
- ঘৃণ্য সামগ্রী: কেউ কোন ভিডিওতে কাউকে হুমকি দেওয়া। কোন ব্যক্তি, গ্রুপ বা একটা কমিউনিটিকে হত্যা, শারিরিক, মানসিক এর হুমকি দিয়ে ভিডিও ধারণ করে থাকলে এই সব ভিডিও ইউটিউবে আপলোড করা যাবে না।
- স্প্যাম, বিভ্রান্তকারী মেটাডেটা এবং স্ক্যাম: এখানে স্প্যাম বলতে বুঝানো হয়েছে, আপনি আপনার একি ভিডি বারবরা বিভিন্ন স্থানে শেয়ার করছেন। বাট এটা কেউ পছন্দ করছে না। সাধারণত এ ধরণের কাজকে স্পাম বলে।
আর ‘বিভ্রান্তকারী মেটাডেটা’ বলতে বুঝানো হয়েছে আপনার টাইটেল, ডেসক্রিপশন যদি
অন্যের সাথে মিলে যায়, আপনার ভিডিওর সাথে যদি টাইটেল না মিলে, থাম্বেনেইলের সাথে
যদি ভিডিওর অমিল থাকে। থাম্বেনেইল দ্বারা যদি অন্যকে লোভ দেখানো হয় তাহলে আপনি
‘বিভ্রান্তকারী মেটাডেট ’ আইনের আওতায় পরবেন এবং আপনাকে একে একে তিনবার সতর্ক করা
হবে । তাতে যদি আপনি সুধরে না জান তাহলে আপনার চ্যানেল ব্যান্ড করা হবে।
পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করুন>>>
যদি সফল ইউটিউবার হতে চান তাহলে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আশা করি আপনার ক্লিক বৃথা যাবে না।



No comments:
Post a Comment