ইউটিউবাররা সাবধান!!!
ইউটিউবের নতুন একটা আইন হয়েছে। যেটা নিয়ে সবাই সংকিত। আসলে শিশুদের সুরক্ষার কথা চিন্তা করে ইউটিউব ৩টি নতুন আইন চালু করেছে। এইখানে শিশু বলতে বুঝানো হয়েছে ১৩ বছরের নিচের বাচ্চাদের। আসলে এইটা হচ্ছে অ্যামেরিকার একটা আইন। AMARICAN Federal Trade Commission কর্তৃক পাশকৃত একটি আইন যার নাম COPPA(Chindren's Online Privecy Protection Act. এই আইনের আওতায় ইউটিউব জানতে চাচ্ছে যে, আপনার তৈরি করা ভিডিওটি বাচ্ছাদের উদ্দেশ্যে তৈরি করা নাকি বাচ্চাদের উদ্দেশ্যে তৈরি করা না? ওকে চলুন নিচে বিস্তারিত আলোচনা করা যাক-
আপনারা যদি ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে ঢুকেন তাহলে আপনার সামনে নিচের তিনটি অবশন শো করবে। এক্ষেত্রে ৩ নম্বারটা অটো সিলেক্ট করা থাকবে। আপনাকে ম্যানুয়াল্লিভাবে এখান থেকে যেকোনো একটি অবশন সিলেক্ট করতে হবে। আর তা না হলে আপনার চ্যানেল আলিমুল গায়েব অর্থাৎ রিমুভ হয়ে যেতে পারে। SO becarefull.
এখন প্রশ্ন হলো যে, আপনি কোনটা সিলেক্ট করবেন?
Actually,এইখানে আপনাকে প্রথমে চিন্তা করতে হবে যে, ভিডিওটি কোন ক্যাটাগড়ির। AND তারপর এইখান থেকে আপনাকে যেকোনো একটা সিলেক্ট করতে হবে। আসলে কিছু কিছু ভিডিও আছে যেসমস্ত ভিডিও দেখে বাচ্চাদের ক্ষতি হয়। আর তাই ইউটিউব এই নিয়মটি চালু করেছেন।
- আপনার চ্যানেলটি যদি কার্টুন বা গেইমিং বিষয়ক হয় তবে আপনাকে এক নাম্বার অবশনটা বেচে নিতে হবে। গেইমের ক্ষেত্রে কিছু কিছু গেইম আছে যেগুলা শিশুদের ক্ষতির কারণ, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দুই নাম্বার অবশনটি বেচে নিতে হবে। আর যদি আপনি মনে েকরেন যে আপনি প্রতিবার ভিডিও আপলোড করার সময় এই সেটিংসটা রিভিউ করবেন, তাহলে ভাল। সো, ফ্রেন্ডস যতটুকু সম্ভব আমি ইউটিউবের COPPA আইনটি বাংলাতে বুঝানোর চেষ্টা করেছি। আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে নিচের লিঙ্কে ক্লিক করুন>>>
YOUTUBE Help Center: Click Here
[বিঃদ্রঃ আর আপনি যদি সফল ইউটিউবার হতে চান তাহলে আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন। নিচে লিঙ্ক দেয়া আছে]



No comments:
Post a Comment